কেমন হতে পারে Amazon FBA ফি এর ধরণ? Types of Amazon Costs For Amazon FBA

Amazon FBA

কেমন হতে পারে Amazon FBA ফি এর ধরণ? Types of Amazon Costs For Amazon FBA

types of amazon fba fees - area71

মনে করেন, আপনি বসে আছেন বাংলাদেশে। আপনার নিজের রুমে। আপনি আপনার রুমে বসে থেকে আপনার প্রোডাক্ট সেল করছেন ইউ  এস এর মানুষের কাছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? এসব সম্ভব Amazon FBA এর মাধ্যমে। Amazon FBA সার্ভিস এর মাধ্যমে আপনি আপনার নিজের প্রোডাক্ট অ্যামাজনের স্টোরহাউজে পাঠিয়ে দিলেন। নিজের নামে একটি ব্র্যান্ড ক্রিয়েট করে প্রাইভেট লেবেলিং করলেন। সারা বিশ্বের মানুষ আপনার প্রোডাক্ট কিনবে অ্যামাজনের মাধ্যমে। আপনি হতে পারবেন অ্যামাজনের একজন গ্লোবাল সেলার এবং জেনারেট করতে পারবেন মিলিয়ন মিলিয়ন ডলার প্রফিট। 

২০২৪ সালে এসে অ্যামাজনে বিজনেস কতটা লাভজনক তা অনেকেই বুঝে গেছেন। নতুন অ্যামাজন সেলার, যারা অ্যামাজন FBA বিজনেস করতে আগ্রহী তাদের মনে শুরুতেই যেই প্রশ্নটা আসে তা হলো কেমন হতে পারে Amazon FBA ফি এর ধরণ?  

Amazon FBA এর বিভিন্ন সার্ভিসের জন্য সেলার কস্টের পরিমাণেও পার্থক্য দেখা যায়। প্রোডাক্টের দাম, ওজন এবং সাইজ অনুসারে, ফুলফিলমেন্ট সেন্টারে প্রোডাক্ট স্টোরেজ এর ডিউরেশন এবং অ্যামাজনের ফি স্ট্রাকচার পরিবর্তনের কারণে Amazon FBA সার্ভিসের ফি তে কিছু পরিবর্তন দেখা যায়। আজ আলোচনা করব Amazon FBA এর ফি এর ধরণ নিয়ে।  

সেলার একাউন্ট ফিঃ 

অ্যামাজনে আপনার প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে কিছু বেসিক ফি থাকে। আপনি ইনডিভিজুয়াল অথবা প্রো মার্চেন্ট এই দুইটি প্রাইসিং প্ল্যান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। 

সেল রিলেটেড ফিঃ 

সেল রিলেটেড ফি হচ্ছে আপনি অ্যামাজন কে একটি এমাউন্ট পে করবেন যখন আপনি তাদের ওয়েবসাইট ব্যবহার করে প্রোডাক্ট সেল করবেন। আপনি যে এমাউন্ট পে করবেন তা নির্ভর করবে আপনার প্রোডাক্টের ধরণ এবং প্রাইসের উপর ভিত্তি করে। এই ফি মূলত ৩ ভাগে হয়ে থাকে।

  • রেফারেল ফিঃ অ্যামাজনে মূলত বই বা নোটবুক জাতীয় প্রোডাক্ট গুলোতে রেফারেল ফি চার্জ করে। আপনার সেল করা প্রোডাক্ট থেকে এটা সাধারণত খুবই ক্ষুদ্র একটি পার্সেন্টেজ। দুটি দিক বিবেচনা করে এই রেফারেল ফি ধরা হয়- এক হলো প্রোডাক্ট ক্যাটাগরি অন্যটি হলো আপনার সেলিং প্রাইস।
  • মিনিমাম রেফারেল ফিঃ কিছু প্রোডাক্টের উপর অ্যামাজন একটা মিনিমাম রেফারেল ফি ধরে থাকে। প্রোডাক্ট ক্যাটাগরির উপর ভিত্তি করে এটা সাধারণত ১ থেকে ২ ডলারের মধ্যে হয়ে থাকে। 
  •  ভেরিয়েবল কস্টিং ফিঃ অ্যামাজনে বিক্রি হওয়া প্রোডাক্টের উপর এটি একটি নির্ধারিত চার্জ। এই চার্জে পার্থক্য দেখা যায় প্রোডাক্টের ভিন্নতার ক্ষেত্রে। রেফারেল ফি এর উপর এটি একটি ফ্ল্যাট চার্জ ১.৮০ ডলার যোগ করা হয় মিডিয়া প্রোডাক্টগুলোর উপর। যেমন- বই, ডায়েরি ইত্যাদি। 

পিকিং এবং প্যাকিং ফিঃ 

এই ফি অ্যামাজন চার্জ করে থাকে FBA লিস্টেড প্রোডাক্টের ক্ষেত্রে। এটা সাধারণত পরিমাপ করা হয় আপনার প্রোডাক্টটি ওঅ্যারহাউজ থেকে খুঁজে বের করে প্যাকেজিং ও শিপিং করতে যত সময় ব্যয় হয় সেই অনুসারে। FBA ফি প্রোডাক্টের সাইজ, ওজন এবং বাৎসরিক সময় অনুসারে ধার্য করা হয়। 

ওজন হ্যান্ডলিং ফিঃ

এই ফি নির্ভর করে অ্যামাজনে বিক্রিত হওয়া পণ্যগুলোর ওজনের উপরে। যদি প্রোডাক্টের পরিমাণ বেশি হয় তাহলে ফি এর পরিমাণও বেশি হবে। 

স্টোরেজ ফিঃ অ্যামাজন স্টোরেজ ফি চার্জ করে ফুলফিলমেন্ট সেন্টারে প্রতি কিউবিক ফুট স্পেস ধরে রাখার উপরে। এই ফি সারা বছর স্টোরে প্রোডাক্ট রাখার সময়ের সাথে সাথে উঠানামা করে। উদাহরণ স্বরূপ, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের দিকে এই ফি বাড়ে। এই অ্যামাজন স্টোরেজ ফি সম্পর্কে প্রত্যেক সেলারদের সচেতন থাকতে হবে। কারণ, একটি বড় ধরণের এমাউন্ট আপনার প্রফিট মার্জিন কমিয়ে ফেলতে পারে। দুই ধরণের স্টোরেজ ফি সম্পর্কে সেলারদের জানা উচিত। 

মান্থলি ইনভেন্টরি স্টোরেজ ফিঃ 

যেহেতু ফুলফিলমেন্ট সেন্টারে একটি প্রিমিয়াম স্পেস প্রোভাইড করে থাকে অ্যামাজন সুতরাং প্রোডাক্ট যত বড় হবে, ইনভেন্টরি স্টোরেজ ফি ও তত বেশি হবে। প্রতিদিনের রাখা প্রোডাক্টের ধরে রাখা স্পেসের গড় হিসাব করে মান্থলি ইনভেন্টরি স্টোরেজ ফি ধরে অ্যামাজন। 

লং টার্ম স্টোরেজ ফিঃ 

প্রতিবছর ফেব্রুয়ারির ১৫ তারিখ এবং আগস্টের ১৫ তারিখে অ্যামাজন একটি ক্লিনআপ কর্মসূচি করে থাকে এর ইনভেন্টরির লং টার্ম স্টোরেজ ফি মূল্যায়নের জন্য। সাধারণত অ্যামাজন ৬ থেকে ১২ মাসের জন্য প্রোডাক্টের ধরে রাখা প্রতি কিউবিক ফুট স্পেসের জন্য একটি নির্দিষ্ট টাকা চার্জ করে থাকে তবে কোনো প্রোডাক্ট যদি ১২ মাসের বেশি সময় ধরে অ্যামাজনের ওয়্যারহাউজে থাকে তাহলে কস্টিং ফি টা একটু বেশি হয়। লং টার্ম স্টোরেজ ইউজারদের ক্ষেত্রে অ্যামাজন সেলার এবং কাস্টমার উভয়ের ক্ষেত্রেই একটি প্রিমিয়াম সার্ভিস প্রোভাইড করে থাকে। 

উপরোক্ত আলোচনা থেকে আমরা Amazon FBA সার্ভিসের কি কি ধরণের ফি থাকে সে সম্পর্কে জানতে পারলাম যা Amazon FBA বিজনেস করতে আগ্রহী, তাদের জন্য জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ।

How Much Fee Amazon Costs For Amazon FBA

Suppose you are sitting in Bangladesh, in your own room, selling your products to people in the USA. Interesting, isn’t it? All of this is possible through Amazon FBA. By utilizing Amazon FBA services, you can send your own products to Amazon’s warehouses. Creating a brand in your own name and labeling it privately, people from all over the world can buy your product through Amazon. You could become a global seller on Amazon and generate millions of dollars in profit.

You might have already understood how profitable business on Amazon can be in the year 2024. The first question that comes to the minds of new Amazon sellers interested in starting an Amazon FBA business is what types of fees can be expected for Amazon FBA?

For different services of Amazon FBA, sellers can expect variations in costs. Due to factors such as product price, weight and size, direction of product storage in fulfillment centers, and changes in Amazon’s fee structure, there may be some changes in the fees of Amazon FBA services. Today, we will discuss the types of fees for Amazon FBA.

Seller Account Fee:

When you start selling your products through Amazon FBA, there are some basic fees involved. You can choose either the Individual or Professional pricing plan.

Selling-Related Fee:

The selling-related fee is an amount by which you pay to Amazon when you sell products using their website. The amount you pay depends on the type of your product and its price. This fee is mainly divided into three parts.

  • Referral Fee:

Amazon primarily charges a referral fee on products like books or laptops. This fee is usually a very small percentage of your product’s selling price. Referral fees are determined based on two factors: one is the product category, and the other is your selling price.

  • Minimum Referral Fee:

Amazon maintains a minimum referral fee on certain products. Typically, this fee ranges from $1 to $2, depending on the product category.

Variable Costing Fee:

On products sold through Amazon FBA, the Variable Costing Fee is a predetermined charge. This fee varies depending on the uniqueness of the product. It is added to a flat charge of $1.80 for media products, such as books, diaries, etc., on top of the referral fee.

Picking and Packing Fee:

This fee is charged by Amazon for FBA-listed products. It is typically calculated based on the time it takes to pick and pack your product from the warehouse for shipping. The FBA fee is determined based on the size, weight, and annual duration of the product.

Weight Handling Fee:

This fee depends on the weight of the products sold on Amazon. If the quantity of the product is more, then the amount of the fee will also increase.

Storage Fee:

Amazon charges a storage fee for keeping products in fulfillment centers based on per cubic foot of space. This fee accumulates throughout the year as long as the products are stored. For example, this fee increases towards October, November, and December. Sellers should be aware of this Amazon storage fee because it can significantly affect their profit margins. It’s important for sellers to understand the two types of storage fees.

Monthly Inventory Storage Fee:

Since Amazon provides premium space in fulfillment centers, the larger the product, the higher the inventory storage fee. Amazon calculates the monthly inventory storage fee based on the average space occupied by the stored products each day.

Long-Term Storage Fee:

Amazon conducts a clean-up schedule on February 15th and August 15th each year to assess the long-term storage fees for inventory. Typically, Amazon charges a set amount per cubic foot of space for products stored for 6 to 12 months. However, if a product remains in Amazon’s warehouse for more than 12 months, the costing fee slightly increases. For users of long-term storage, Amazon provides a premium service for both Amazon sellers and customers alike.

From the above discussion, we have learned about the various types of fees associated with Amazon FBA services, which are essential for those people who are interested in pursuing Amazon FBA business.

 

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

X