বাংলাদেশের Foreign Revenue বৃদ্ধিতে Amazon FBA এর ভূমিকা – Area71

Amazon FBA

বাংলাদেশের Foreign Revenue বৃদ্ধিতে Amazon FBA এর ভূমিকা – Area71

amazon fba to generate foreign revenue in bangladesh - area71

বাংলাদেশের Foreign Revenue বৃদ্ধিতে Amazon FBA এর ভূমিকা

 

বাংলাদেশ রিজার্ভ সংকটে ভুগছে। সাম্প্রতিক সময়ে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে, বাংলাদেশে বেশ কিছু মেগা প্রজেক্ট হয়েছে যার কারণে আমাদের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য রিজার্ভ সংকট একটি স্বাভাবিক ব্যাপার।  

 

আমরা যদি একটু খেয়াল করি, ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশনের ২০২৩ সালের তথ্যানুসারে বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা ৩.৫ মিলিয়ন। বাংলাদেশে প্রায় ৩৫ লাখ শিক্ষিত বেকার রয়েছে যারা গ্র্যাজুয়েশনের পরে কোনো জব পায় না। 

 

অন্যদিকে, ক্রস- বর্ডার ই- কমার্সের গ্লোবাল মার্কেট সাইজ ১৫০ বিলিয়ন ইউ এস ডলার, যা ২০৩২ সালে ৩৫০ মিলিয়ন ইউ এস ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ২০২২ সাল শেষে ই- কমার্সের মার্কেট সাইজ ছিলো ৬.৬ বিলিয়ন ইউ এস ডলার। ধারণা করা হয়, ২০২৬ সালে তা বেড়ে দাড়াতে পারে ১৫ বিলিয়ন ইউ এস ডলারে।

বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা বৃদ্ধি করতে এবং গ্লোবাল মার্কেটপ্লেসে তা ছড়িয়ে দিতে Amazon FBA হতে পারে একটি গেম চেঞ্জিং অপারচুনিটি। অ্যামাজনের অবকাঠামো, লজিস্টিক্স এবং প্রসারের মাধ্যমে বাংলাদেশী ব্যবসায়ীরা তাদের পণ্য সারাবিশ্বের কাছে পৌঁছে দিতে পারে যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে সহায়তা করে। সঠিক কৌশল, ডেডিকেশন এবং ইনোভেশন এর বলে গ্লোবাল ই- কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশের পৌঁছানোর বিশাল সম্ভাবনা রয়েছে।   

 

আমাদের প্রতিবেশী দেশ ভারত ২০২৩ অর্থবছরে ২,০৯৩ কোটি রুপি আয় করেছে। ভারতের জনপ্রিয় জার্নাল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে, অ্যামাজন ইন্ডিয়ার গ্লোবাল ট্রেডের পরিচালক ভূপেন ওয়াকাঙ্কার বলেছেন যে অ্যামাজন ২০২৫ সালের মধ্যে ২০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি অর্জন করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

 

২০২২ সালের ৩০শে জুন, এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, বলা হয়েছিল যে পাকিস্তান ২০২১ সালের মে মাসে আমাজন মার্কেটপ্লেসে প্রবেশের অনুমতি পেয়েছিলো এবং রিসেন্ট মার্কেটপ্লেসে নিবন্ধিত হয়েও পাকিস্তান তৃতীয় জনপ্রিয় নতুন দেশ হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে পাকিস্তান থেকে অ্যামাজনে বিক্রেতা, ১.২ মিলিয়নেরও বেশি নিবন্ধিত। তারা পাকিস্তানের রপ্তানিতে ২৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। 

 

Amazon FBA বাংলাদেশের জন্যও একটি অসাধারণ সুযোগ হতে পারে। এছাড়া আমাদের প্রতিবেশী দেশ যেমন ভারত ও পাকিস্তানের পাশাপাশি আমাদের বাংলাদেশী অ্যামাজন সেলারদেরও কিছু সাফল্যের গল্প রয়েছে যা অন্যদের অনুপ্রাণিত করতে পারে। 

 

২০২০ সালের কথা, যখন করোনা ভাইরাসের ভয়াবহতায় শুধু বাংলাদেশ নয়, থমকে গিয়েছিলো সারা পৃথিবীর মানুষ, তখন বাংলাদেশের ৩ জন তরুণ ব্যবসায়ী  আহসান হাবীব, রায়হান হোসেন ও আব্দুল্লাহ জায়েদ- তাঁদের এক্সিস্টিং সফল বিজনেসের পাশাপাশি একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে কাজ করবে বলে মনস্থির করল।  

 

তাঁরা উদ্যোগ গ্রহণ করল যে, ফেস মাস্ক, ফেসশিল্ড, হ্যান্ডস্যানিটাইজার ও ইত্যাদি প্রয়োজনীয় পণ্যের সরবরাহ করে পৌঁছে দেবে সারা বিশ্বের মানুষের কাছে। 

 

লকডাউনে সারা পৃথিবী যখন লকড, তখন বাংলাদেশের এই ৩ জনের পণ্য অ্যামাজনের মাধ্যমে দেশের বর্ডার ক্রস করে পৌঁছে গেলো সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচাতে ও প্রয়োজন মেটাতে। 

 

সে বছরই তাঁরা ৩ মিলিয়ন ইউনিট মাস্ক ডেলিভারি করতে সক্ষম হয়েছিলো বিশ্বজুড়ে। ক্রস-বর্ডার ই- কমার্স বিজনেসের মাধ্যমে সেই প্রজেক্টটির জন্য তাঁরা ব্যয় করেছিলো মাত্র ১২ লক্ষ টাকা যার রেভিনিউ গিয়ে ঠেকেছিলো ১১ কোটি ৩৪ হাজার ৬০০ টাকারও বেশি তে। প্রোডাক্টটির পপুলারিটি অ্যামাজনের গ্লোবাল স্টোরের র‍্যাংক এ ৪৯তম হয়েছিলো। 

 

বিশ্বের জনপ্রিয় মাল্টিন্যাশনাল ই-কমার্স কোম্পানি অ্যামাজন এই ৩ জন বাংলাদেশি ব্যবসায়ীদের সফলতার গল্প লিখেছিলো তাদের অফিশিয়াল নিউজলেটারে। 

এই উদ্যোক্তাদের মধ্যে মোঃ আহসান হাবীবের লক্ষ্য শুধু নিজের সফলতা ছিলো না। সে Amazon FBA সম্পর্কে তার নলেজ সবার মাঝে ছড়িয়ে দিতে চেয়েছেন যাতে অন্যরাও ফিন্যান্সিয়াল ফ্রিডমের স্বাদটা পেতে পারে।  

মোঃ আহসান হাবীব, বাংলাদেশের মানুষকে অ্যামাজন এফবিএ বিজনেসের ধারণা ও গাইডলাইন দিতে প্রতিষ্ঠা করেন  এরিয়া৭১ ভেঞ্চার লিমিটেড। ২০১৯ সালে এরিয়া৭১ ভেঞ্চার লিমিটেড বাংলাদেশে অ্যামাজনের ১ম SPN (সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক) হওয়ার সম্মান অর্জন করে। 

মোঃ আহসান হাবীবের মিশন হলো বাংলাদেশে ১ লাখেরও বেশি মানুষকে Amazon FBA সম্পর্কে ট্রেইনড করা এবং তাদেরকে অ্যামাজন মার্কেটপ্লেসে গ্লোবাল সেলার হিসেবে তৈরি করা। এই ১ লাখ মানুষের প্রত্যেকে যদি অ্যামাজন থেকে কিছু হাজার ডলারও ইনকাম করে তাহলে তারা বাংলাদেশের GDP তে ভূমিকা রাখতে পারে। 

বাংলাদেশে যদি এরিয়া৭১ এর মতো আরও বেশি ট্রেইনিং ইন্সটিটিউশন স্থাপিত হয় এবং বাংলাদেশের মানুষকে Amazon FBA বিজনেস সম্পর্কে ট্রেইনিং এর জন্য সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তাহলে তারা বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা এনে দিতে ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও বেশি স্বনির্ভর হবে।

 

How Amazon FBA Can Increase Foreign Revenue In Bangladesh 

 

Bangladesh is suffering from a reserve crisis. In recent times we have noticed that a lot of mega projects took place in Bangladesh. So, a reserve decrease is a common thing for a developing country like ours. 

 

According to the International Labor Organization’s data for the year 2023, the number of educated unemployed individuals in Bangladesh stands at 3.5 million. Approximately 3.5 million educated individuals in Bangladesh remain unemployed after graduating, despite having an education.

On the other hand, the global market size of cross-border e-commerce is $150 billion, which is expected to surpass $350 million by the year 2032. In Bangladesh’s perspective, at the end of the year 2022, the e-commerce market size was $6.6 billion. It is estimated that by 2026, it may escalate to $15 billion.

 

Amazon FBA can be a game-changing opportunity for Bangladesh to increase its

foreign revenue and expand its presence in the global marketplace. By leveraging

With Amazon’s infrastructure, logistics, and reach, Bangladeshi businesses can showcase their products to millions of customers worldwide, driving economic growth and prosperity. With the right strategy, dedication, and innovation, Bangladesh has the potential to become a significant player in the global e-commerce landscape.

 

Our neighboring country India generated Rs 2,093 Crore in the 2023 fiscal year. In a published report in India’s popular journal The Indian Express, Bhupen Wakankar Director of Global Trade of Amazon India said that Amazon is committed to attaining 20 billion US Dollars export by 2025.

 

According to a report published on June 30th,2022 in the newspaper, The Express Tribune, it was stated that Pakistan got permission to enter the Amazon marketplace in May 2021, and being recently registered on the marketplace, Pakistan has become the 3rd most popular new seller on Amazon after The United States and  China, with over 1.2 million registered vendors. They are expected to contribute to Pakistan’s over 28 billion US dollars in exports. 

 

Amazon FBA can be a tremendous opportunity for Bangladesh too. Besides, our neighboring countries like India and Pakistan, There are also some success stories of Bangladeshi Amazon sellers which can motivate others. 

 

It’s a story of 2020 when the fear of COVID-19 gripped the world, three young Bangladeshi entrepreneurs, Ahsan Habib, Rayhan Hossain, and Abdullah Jayed, remained undeterred amidst the global turmoil. They decided to work on a new business idea alongside their existing successful ventures.

They embarked on an initiative to supply essential products such as face masks, face shields, hand sanitizers, and more to people worldwide. During the global lockdown, while the world was at a standstill, their products reached people across the globe through Amazon’s platform, saving lives and meeting essential needs.

That very year, they were able to deliver 3 million units of masks globally. Through their cross-border e-commerce business, they had only spent a mere 12 lakh taka on the project, yet the revenue soared to over 11 crore 34 lakh taka. Their product gained popularity and ranked 49th on Amazon’s global store.

The success story of these three Bangladeshi entrepreneurs was featured in the official newsletter of the world-renowned multinational e-commerce company, Amazon.

Among these young entrepreneurs, Md. Ahsan Habib’s intention was not to be successful alone. He wanted to spread his knowledge and expertise on Amazon FBA among others so that others could also enjoy the taste of financial freedom. 

Md. Ahsan Habib founded the organization Area71 Venture Limited to empower more people by providing knowledge and guidelines about business opportunities through Amazon FBA from Bangladesh. In 2019, Area71 Venture Limited achieved the prestige of being the first SPN (Service Provider Network) partner in Bangladesh. 

Md. Ahsan Habib has mission is to train more than 1 lakh people about Amazon FBA and create more global sellers on the Amazon marketplace from Bangladesh. If each person generates a few thousand dollars every year from Amazon then 1`lakh people can contribute to the GDP of Bangladesh which can be an asset for our economy.   

If more training institutions like Area71 increase and the government supports spreading cross-border e-commerce knowledge among people then the people of our country will earn more foreign revenues from Amazon and be financially solvent.   

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

X